রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

কিছু গুরুত্বপূর্ণ তথ্য


১৯০২ থেকে ১৯০৭ পর্যন্ত, ভারতে একটি বাঘই ৪৩৪ জন
মানুষ মেরে ফেলেছে।
আপনি যদি নভোচারীতে চাকরি করতেচান
তাহলে আপনাকে অবশ্যই ফুট ইঞ্চির কম
লম্বা হতে হবে।
হলমার্কস গিফটশপে ''হ্যাপী ডিভোর্স কার্ড"
বিক্রি করা হয়।
হলিউডে ১০০ মিলিয়ন ডলার খরচ করে প্রথম
মুভিটি বানানো হয়েছিলো টার্মিনাটর- (Terminator
2)

হাতি বাচ্চা আমরা সবাই চিনি। হাতি যেহেতু তাই
বলেতো বেশি খাবেই। কিন্তু তাই বলে ৮০ লিটার! অদ্ভুত
কিন্তু সত্যিযে হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ
খেতে পারে।
পিপড়া পানির নিচে ২দিন ধরেও
বেঁচে থাকতে পারে।
একটি কাঠঠোকরা সেকেন্ডে প্রায় ২০বার
পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে
একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশী থাকে।
একটা বিড়াল
অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬গুন ভালো দেখতে পারে।
টাপেটাম লুসিডাম এর জন্য এটি পারে বিড়াল।
এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।
২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র
প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না


# গুটি বসন্তের টিকা আবিস্কার করেন - জেনার
#
ম্যালেরিয়া জিবানু আবিস্কার করেন - রোনাল্ড
রস
#
লেজার রশ্মি আবিস্কার করেন - মাইম্যান
#
কৃত্রিম হৃদপিন্ড আবিষ্কার করেন - ত্রিশ্চিয়ান
বার্নার্ড
#
কম্পিউটার আবিস্কার করেন - হার্ড ওয়ার্ড
এইকিন
#
সুপার কম্পিউটার আবিস্কার করেন - সেয়মোর
ক্রে
#
পারমানবিক বোমা আবিষ্কার করেন - রবার্ট
ওপেন হাইমার



Rafsan & SumiI LOVE YOU

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন